Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১৮ মে ২০২৩

প্রেস রিলিজ (০৪ এপ্রিল ২০২৩ “Towards Smart Land Ports” শীর্ষক সেমিনার)


প্রকাশন তারিখ : 2023-04-04

প্রেস রিলিজ

 “Towards Smart Land Ports” শীর্ষক সেমিনার

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয় ঘোষণা করেছেন। তারই প্রস্তুতি হিসেবে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের পরিচালনাধীন বন্দরসমূহকে স্মার্ট বন্দর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে গত ০৪ এপ্রিল ২০২৩ তারিখ মঙ্গলবার বিকেল ৪:৩০ ঘটিকায় ঢাকার আগারগাঁওস্থ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের প্রধান কার্যালয়, স্থলবন্দর ভবনে “Towards Smart Land Ports” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারে নৌপরিবহন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব খালিদ মাহমুদ চৌধুরী, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সম্মানিত সচিব জনাব মোঃ মোস্তফা কামাল। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনাব মোঃ আলমগীর (গ্রেড-১), চেয়ারম্যান, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ। এছাড়াও, সেমিনারে নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন দপ্তর/সংস্থা প্রধানগণ এবং সূধীবৃন্দ উপস্থিত ছিলেন।

          নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপিবলেন, বাংলাদেশের মানুষ সৌভাগ‍্যবান কারণ আমরা বঙ্গবন্ধুর মতো স্মার্ট নেতৃত্ব পেয়েছিলাম। বঙ্গবন্ধুর ধারাবাহিকতায় তাঁর সুযোগ‍্য কন‍্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা  দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছেন। একসময়ে স্থলবন্দর সেবা বলতে কিছু ছিলো না, সীমান্তবর্তী এলাকায় চোরাচালান হতো। এখন এসব অপকর্ম বন্ধ হয়েছে। বন্দরগুলোতে অবকাঠামো বেড়েছে। নতুন স্থলবন্দর উদ্বোধন হতে যাচ্ছে। এসবকিছু সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট সিদ্ধান্ত ও নেতৃত্বের কারণে। তিনি সব ধরনের চ্যালেঞ্জ ও প্রতিবন্ধকতা মোকাবেলা করে সামনে এগিয়ে যেতে স্থলবন্দর কর্তৃপক্ষকে নির্দেশনা দেন। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষ্যে বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক সিদ্ধান্তে তৎকালীন আওয়ামী লীগ সরকারের সময় বর্তমান মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে ২০০১ সালের ১৪ জুন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন হতেই এ প্রতিষ্ঠানটি দক্ষ, নিরাপদ ও পরিবেশবান্ধব স্থলবন্দর বিনির্মাণে নিরলসভাবে কাজ করে চলেছে।

          সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিবজনাব মোঃ মোস্তফা কামাল বলেন,আমরা স্মার্ট হতে যেয়ে অন্যান্য ব্যবস্থাপনা যেনো ব্যাহত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের স্থলবন্দরের সঙ্গে প্রতিবেশি দেশগুলোর সম্পর্কের বিষয়টি নজর রাখতে হবে। তথ্য সুরক্ষার দিকে বিশেষ নজর রাখতে হবে।

          সেমিনারে “Towards Smart Land Ports” শীর্ষক মূলপ্রবন্ধ উপস্থাপন করেনবাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (গ্রেড- ১) জনাব মোঃ আলমগীর। তিনি প্রবন্ধের মাধ্যমে২০৪১ সালের মধ্যে স্মার্ট বাংলাদেশ গড়ার সরকারের অঙ্গীকারের অংশ হিসেবে স্থলবন্দরগুলোকেস্মার্ট স্থলবন্দরে রূপান্তরেরঅঙ্গীকার ব্যক্ত করেন।বক্তব্য রাখেন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (উন্নয়ন) ফাহমিদা আক্তার, নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক কমডোর নিজামুল হক, বিআইডব্লিউটিএ'র চেয়ারম‍্যান কমডোর আরিফ মোহাম্মদ মোস্তফা, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (ট্রাফিক) মোহাম্মদ জাহাঙ্গীর কবীর ও বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সদস্য (অর্থ ও প্রশাসন) এস, এম, মাহফুজুল হক।

          অনুষ্ঠানে বেনাপোল ও বুড়িমারী স্থলবন্দরের অটোমেশনের ওপর নির্মিত প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।

চিত্র ১:০৪ এপ্রিল ২০২৩ তারিখবাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে“Towards Smart Land Ports” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

চিত্র ২:০৪ এপ্রিল ২০২৩ তারিখ বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষে “Towards Smart Land Ports” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।