Wellcome to National Portal
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ১st August ২০২৪

সোনাহাট স্থলবন্দর

  • বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত;
  • সোনাহাট স্থলবন্দরটি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপেজলা সীমান্তে অবস্থিত।  এ স্থলবন্দরের বিপরীতে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার গোলকগঞ্জ এলসিএস রয়েছে।
  •  ২৫ অক্টোবর ২০১২ তারিখ সোনাহাট শুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষণা করা হয়;
  • ০৯ জুন ২০১৮ তারিখ বন্দরের অপারেশনাল কার্যক্রম শুরু হয়;
  • রাজধানী ঢাকা হতে সোনাহাট স্থলবন্দরের দূরত্ব প্রায় ৩৮১ কি.মি.।
  • ক)

    জনবল

    :

    অনুমোদিত : ১৪ জন

    পদায়ন      : ০৬ জন

    কর্মরত: ০৭ জন (০১ জন সংযুক্তির মাধ্যমে)

     

    ‡এছাড়া আউটসোর্সিং এর মাধ্যমে নিয়োগকৃত ০৩ জন জনবল কর্মরত আছে।

    খ)

    নিরাপত্তাকর্মী

    :

    ০৯ জন (পিমা এসোসিয়েটস লিমিটেড)

    গ)

    পরিচ্ছন্নতা কর্মী

    :

    ০২ জন

    ঘ)

    ব্যবস্থাপনা

    :

    বাস্থবকের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত

    ঙ)

    বন্দর পরিচিতি

    :

    সোনাহাট স্থলবন্দরটি কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলা সীমান্তে অবস্থিত। সোনাহাট স্থলবন্দরের বিপরীতে ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার গোলকগঞ্জ সীমান্ত অবস্থিত। স্থলপথে আমদানি-রপ্তানি কার্যক্রম সহজতর করার লক্ষ্যে ২৫ অক্টোবর, ২০১২ খ্রিঃ তারিখের এসআর ও নং ৩৬৪ আইন/২০১২ মোতাবেক সোনাহা টস্থলশুল্ক স্টেশনকে স্থলবন্দর ঘোষনা করা হয়। পরবর্তীতে ০৯ জুন ২০১৮ খ্রিঃ তারিখে সোনাহাট স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় এবং ০১ জুলাই ২০১৮ খ্রিঃ তারিখ হতে সোনাহাট স্থলবন্দরের সামগ্রিক অপারেশনাল কার্যক্রম চালু হয় । সড়ক পথে ঢাকা হতে কুড়িগ্রাম জেলা সদরের দুরত্ব প্রায় ৩৫১ কিঃমিঃ এবং জেলা সদর হতে সোনাহাট স্থলবন্দরের দুরত্ব প্রায় ৫০ কিঃমিঃ। এছাড়া ভূরুঙ্গামারী উপজেলা সদর হতে সোনাহাট স্থলবন্দরের দুরত্ব প্রায় ১২ কিঃমিঃ। সড়ক পথে এ স্থলবন্দরের সাথে রাজধানী ঢাকাসহ দেশের অন্যান্য স্থানের যোগাযোগ ব্যবস্থা ভালো রয়েছে।

    চ)

    হ্যান্ডলিং শ্রমিক

    :

    ২৫০০ জন

    ছ)

    ভূমির পরিমাণ

    :

    ১৪.৬৮ একর

    জ)

    অবকাঠামো সুবিধা

    :

    ‡ওয়্যারহাউজ /শেড০১ টি (আয়তন ৮৮০ বর্গমিটার এবং পণ্যধারণ ক্ষমতা ৬০০ মে.টন)।

    ‡০১ টি ওপেন স্ট্যাক ইয়ার্ড (১৩,০০০ বর্গমিটার)।

    ‡০২ টি১০০ মে.টন ওজন ক্ষমতাসম্পন্ন ওয়েব্রীজ স্কেল।

    ‡০১ টি প্রশাসনিক ভবন (একতলা বিশিস্ট)।

    ‡০১ টি ব্যারাক হাউজ (দুইতলা বিশিস্ট)।

    ‡০১ টি ডরমেটরী ভবন (দুই তলা বিশিস্ট)।

    ‡০২ টি টয়লেট কমপ্লেক্স।

    ‡০৩ টি ওয়াচ টাওয়ার।

    ‡ এছাড়া সীমানা প্রাচীরসহ অন্যান্য প্রয়োজনীয় অবকাঠামো বিদ্যমান রয়েছে

     

    ঝ)

    আমদানিযোগ্য পণ্য

    :

    পাথর, কয়লা, তাজাফল, ভূট্টা, গম, চাল, ডাল, পিঁয়াজ, রসুন, আদা।

    ঞ)

    রপ্তানিযোগ্য পণ্য

    :

    সকলপণ্য।

ঠিকানা:সোনাহাট স্থলবন্দর, ভূরুঙ্গামারী, কুড়িগ্রাম, http://sonahat.blpa.gov.bd
ফোন: 01917408956
ফ্যাক্স: 01917408956
ইমেইল sonahatlandportbsbk@gmail.com