১। স্থলবন্দরের নাম: তামাবিল স্থলবন্দর, সিলেট |
||||
ক) |
জনবল |
: |
অনুমোদিত : ১০ পদায়ন : ০৫ কর্মরত : ০৭ আউটসোর্সিং: ০৩ |
|
খ) |
নিরাপত্তা কর্মী |
: |
বেসরকারি নিরাপত্তাকর্মী : ২৩ আনসার : ০০ এপিবিএন : ০০ পরিচ্ছন্নতা কর্মী : ০৫ |
|
গ) |
ব্যবস্থাপনা |
: |
বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের নিজস্ব ব্যবস্থাপনা |
|
ঘ) |
স্থল বন্দর চালুর বিবরণ |
:
|
নৌপরিবহন মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের সরাসরি নিয়ন্ত্রণে তামাবিল স্থলবন্দরের কার্যক্রম পরিচালিত হয়। জাতীয় রাজস্ব বোর্ডের আওতায় তামাবিল স্থল শুল্ক ষ্টেশনের কার্যক্রম চালু হয়। ভারত হতে আমদানিকৃত পণ্য গ্রহণ, সংরক্ষণ, কাস্টমস্ কর্তৃক রাজস্ব আদায়ের ক্ষেত্রে প্রয়োজনীয় অবকাঠামোগত সুবিধা ও সেবা প্রদানের লক্ষ্যে সরকার কর্তৃক তামাবিল স্থলবন্দর ঘোষণা করা হয়। প্রাথমিকভাবে একটি উন্নয়ন প্রকল্পের আওতায় বন্দরের ২৩.৭২ একর জমি অধিগ্রহণপূর্বক প্রয়োজনীয় অবকাঠামো নির্মিত হয়। পরবর্তীতে মাননীয় অর্থ মন্ত্রী এবং নৌ-পরিবহন মন্ত্রী মহোদয় কর্তৃক গত ২৭-১০-২০১৭ খ্রি: তারিখে তামাবিল স্থলবন্দরের অপারেশনাল কার্যক্রম উদ্বোধন করা হয়। |
|
ঙ) |
বন্দর পরিচিতি (একনজরে) |
: |
সিলেট জেলার অন্তর্গত গোয়াইনঘাট উপজেলার তামাবিল নামক স্থানে অবস্থিত। বিপরীতে ডাউকি, শিলং, মেঘালয়, ভারত। উভয় পার্শ্বে কাষ্টমস ও ইমিগ্রেশন অফিস এবং সড়ক যোগাযোগ রয়েছে। |
|
চ) |
বন্দরের অফিস ভবনের সামনের ছবি |
: |
|
|
ছ) |
বন্দরের অংশীজন ( স্টেকহোল্ডার) |
: |
স্থল শুল্ক স্টেশন, তামাবিল চুনাপাথর, পাথর ও কয়লা আমদানিকারক গ্রুপ, উদ্ভিদ সংগনিরোধ, বিজিবি, ইমিগ্রেশন চেকপোস্ট, ব্যাংক, কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট গ্রুপ, স্থলবন্দর শ্রমিক ইউনিয়ন, লেবার হ্যান্ডলিং ঠিকাদার, |
|
জ) |
হ্যান্ডলিং শ্রমিক |
: |
৩৫০ জন |
|
ঝ) |
ভূমির পরিমাণ |
: |
অপারেশন এলাকা ২৩.৭২ একর আবাসিক এলাকা ৩.১৮ একর
|
|
ঞ) |
পণ্য ধারণ ক্ষমতা |
: |
ওপেন ইয়ার্ড (ট্রান্সশিপমেন্ট, পার্কিং ও স্টেক ইয়ার্ড= ৩৭,৬২৯ বর্গফুট) ওয়্যারহাউজ- ০১ (৮০০০ বর্গফুট আয়তন বিশিষ্ট ও ৪০০ মেঃ টন ধারণ ক্ষমতাসস্পন্ন)
|
|
ট) |
অবকাঠামো সুবিধা (সংখ্যা) |
: |
ওয়্যারহাউজ-১টি ওয়্যারহাউজ-কাম-ইয়ার্ড-০০ ওপেন স্টেক ইয়ার্ড-১টি ট্রান্সশিপমেন্ট ইয়ার্ড-০১টি ট্রান্সশিপমেন্ট শেড-০০ ওয়েব্রীজ স্কেল-০২টি ট্রাক টার্মিনাল-০০ আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনাল-০০ আন্তর্জাতিক বাস টার্মিনাল-০০
|
স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর (১০০ কেভিএ)-১টি স্ট্যান্ডবাই পাওয়ার জেনারেটর (৫ কেভিএ)-১টি ফায়ার হাইড্রেন্ট সিস্টেম বিদ্যমান ওয়াটার রিজারভার-০০ প্রশাসনিক ভবন-১টি অফিস ভবন-১টি ডরমেটরি ভবন-১টি আবাসিক ভবন-১টি রেস্ট হাউস-১টি অন্যান্য অবকাঠামো ১। নিরাপত্তা প্রাচীর - সমগ্র বন্দর এলাকা বাউন্ডারী দেয়াল দ্বারা বেষ্টিত। ২। ওয়েইং স্কেল ০২ টি (০১ টি ১টন ক্ষমতা সম্পন্ন এবং ০১ টি ২টন ক্ষমতা সম্পন্ন) ৩। ব্যারাক ভবন (দ্বতিল বশিষ্টি)- ০১ টি। ৪। টয়লেট কমপ্লেক্স-০৩ টি । ৫। পাওয়ার হাউজ ভবন-০১টি। ৬। শ্রমিকদের/ড্রাইভারদের জন্য গোসলখানা-০৩টি। ৭। ওয়াচ টাওয়ার-০৩ টি। ৮। বৈদ্যুতিকরণ । ৯। দুই কক্ষ বিশিষ্ট সিকিউরিটি রুম -০৩ টি। ১০। ফ্ল্যাড লাইট টাওয়ার-০৮ টি।
|
ড) |
রেলের মাধ্যমে আমদানি কার্যক্রম পরিচালনা |
: |
নাই |
|
ঢ) |
আমদানিযোগ্য পণ্য |
: |
চুনা পাথর, ফল, শুটকী, পাথর, ড্রাই চিলি, ফ্লাই এ্যাশ, স্যান্ডস্টোন, চায়না ক্লে, বল ক্লে, মার্বেল চিপস, চিনি, গোলমরিচ, মসলা, মোটর পার্টস, ষ্টিলসামগ্রী, রেডিও, মার্বেল স্লাব, তামাক, শুকনা কুল, তেতুঁল, ফিটকিরি, আগরবাতি ইত্যাদি।
|
|
ণ) |
রপ্তানিযোগ্য পণ্য
|
: |
আর এফ এল এর প্লাষ্টিক পণ্য, প্রাণ জুস, চিপস, স্কয়ার এর ঔষধ ইত্যাদি।
|
ঠিকানা:তামাবিল স্থলবন্দর, গোয়াইঘাট, সিলেট, http://tamabil.blpa.gov.bd
ফোন: +880 1533-189201
ফ্যাক্স: +880 1533-189201
ইমেইল tamabillandport@gmail.com
|
|